চীনে চালু হলো বিশ্বের বৃহত্তম অফশোর উইন্ড টারবাইন
2022-11-24 18:24:42

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক:  দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে বুধবার চালু হয়েছে ১৬-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি অফশোর উইন্ড টারবাইন। এটি বিশ্বের বৃহত্তম অফশোর উইন্ড টারবাইন, যার মধ্য দিয়ে অফশোর বায়ুশক্তি সরঞ্জামের অগ্রগতিতে এক নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে।

এ অফশোর উইন্ড টারবাইন সমুদ্র অঞ্চলে যেখানে বাতাসের গতি মাঝারি বা তার বেশি সেখানে ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে।

এক শ মিটার উচ্চতায় হুইল হাব এবং ২৫২ মিটারের ব্যাসের ইম্পেলার-বিশিষ্ট অফশোর উইন্ড টারবাইনটির ইম্পেলার প্রায় ৫০ হাজার বর্গ মিটার অর্থাৎ সাতটি ফুটবল মাঠের সমান এলাকার বায়ু টেনে নিতে পারে।

এ টারবাইনের একটি একক ইউনিট প্রতি আবর্তে ৩৪ দশমিক ২ কিলোওয়াট ঘন্টা উৎপন্ন করতে পারে এবং এর গড় বার্ষিক উৎপাদন ৬ কোটি ৬০ লাখ কিলোওয়াটের বেশি, যা তিন সদস্যবিশিষ্ট ৩৬ হাজার পরিবারের এক বছরের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সমান।

রহমান/শান্তা