চীনের আন্তর্জাতিক কার্টুন ও অ্যানিমেশন উৎসব শুরু
2022-11-24 15:57:56

নভেম্বর ২৪: আজ (বৃহস্পতিবার) চীনের অষ্টাদশ আন্তর্জাতিক কার্টুন ও অ্যানিমেশন উৎসব শুরু হয়েছে।

‘অভিন্ন সমৃদ্ধ একটি নতুন যুগ, অ্যানিমেশন ভবিষ্যৎ তৈরি’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাতে চীনের কার্টুন ও অ্যানিমেশন শিল্প উন্নয়নের নতুন সাফল্য, উন্নয়নের অবস্থা ও প্রবণতা প্রদর্শন করা হবে।

এবারের উৎসবে মূল থিমের সাথে মিল রেখে ধারাবাহিক অ্যানিমেশন প্রদর্শন করা হবে। তা ছাড়া, ‘নতুন যুগে হাংচৌ অ্যানিমেশন গেমস ও ই-স্পোর্টস শিল্পের উচ্চ মানের উন্নয়নের কিছু প্রস্তাব’ প্রকাশ করবে হাংচৌ শহর। হাংচৌর অ্যানিমেশন, গেম ও ই-স্পোর্টস শিল্পের একীকরণ, উদ্ভাবন ও উচ্চ-মানের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করার লক্ষ্যে এটি করা হবে।

বিজ্ঞানের ক্ষেত্রে ডিজিটাল মানব, থ্রি-ডি ক্লাউড ও ডিজিটাল টুইন ‘হলোগ্রাফিক কেবিনে’র মতো উচ্চ প্রযুক্তির অ্যাপ্লিকেশন শিল্প প্রদর্শনীতে স্থান পাবে। (ছাই/এনাম)