জান ওয়েনথিং বা ফেই ১৯৮১ সালের ২৭ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ান পপসঙ্গীতের নারী কণ্ঠশিল্পী এবং ফেয়ারল্যান্ড ইন রিয়ালিটি এফ.আই.আর সঙ্গীতদলের সাবেক প্রধান গায়িকা।
২০০২ সালে হুয়াং হানছিং ও ছেন চিয়াননিংয়ের সঙ্গে মিলে এফ.আই.আর সঙ্গীতদল প্রতিষ্ঠা করে এর প্রধান গায়িকা হন ফেই। ২০০৪ সালে একটি টিভি নাটকের শেষ গান ‘লিদিয়া’ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। একই বছর সঙ্গীতদল তার নিজের নাম ‘এফ.আই.আর’ দিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করে।
২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেই সঙ্গীতদলের সঙ্গে পর পর আরও ৬টি অ্যালবাম প্রকাশ করেন। ২০১৭ সালের জুন মাসে তিনি প্রথম একক অ্যালবাম ‘ছোট মহাকাশ’ প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত হয় ‘আইভরি টাওয়ার’ ও ‘নদীর ধারে’সহ মোট ১০টি গান।
২০১৮ সালে ফেই সঙ্গীতদল ত্যাগ করে তার প্রথম একক মিনি ইপি ‘আকাশ/গুহা (রিমিক্স)’ প্রকাশ করেন। একই বছর তিনি ‘ছোট মহাকাশ’ দিয়ে ২৯তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা ম্যান্ডারিন নারী কণ্ঠশিল্পী পুরস্কার জিতেন।
২০১৯ সালের ৭ নভেম্বর ফেই’র গাওয়া “তুমি বলো” গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। ২০২০ সালের ২৯ মে তিনি একক কভার সংস্করণ গান ‘আমাদের সকলে দীর্ঘায়ু হোক’ প্রকাশ করেন। ২০২১ সালের ১০ ডিসেম্বরে তাঁর ‘ভালোবাসার গান’ প্রকাশিত হয়। আর ৩০ ডিসেম্বর তিনি দ্বিতীয় একক অ্যালবাম ‘ফেই নাচছিল এবং মেঘের উপরে টুইট করছিল’ প্রকাশ করেন। এতে ‘বালি সিদ্ধ করা’ ও ‘ভয়ানক বাতাস’সহ মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। তাহলে বন্ধুরা, এখন আমি ‘বালি সিদ্ধ করা’ এবং অ্যালবামে অন্তর্ভুক্ত অন্য একটি গান ‘ভবিষ্যদ্বাণীর পাথর’ আপনাদের শোনাচ্ছি, কেমন? গানগুলির নাম খুব মজার, তাইনা?
(প্রেমা/এনাম)