ফুটবল বিশ্বকাপে প্রথম চীনা রেফারি মা নিং
2022-11-23 18:54:36

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ফিফা তালিকাভুক্ত একমাত্র চীনা রেফারি মা নিং (৪৩) সোমবার কাতারের দোহায় বিশ্বকাপে চতুর্থ কর্মকর্তা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলসের মধ্যে গ্রুপ ‘এ’র একটি খেলায় মাঠে নামেন।

কাতার টুর্নামেন্টের জন্য ফিফা ৩৬ জন রেফারি ও ৬৯ জন লাইনম্যান নিযুক্ত করেছে। এর মধ্যে মা চীনের একমাত্র রেফারি। চীনের চাও ই ও সি শিয়াং লাইনম্যান হিসেবে কাজ করছেন। এদের সবাই চীনের হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। 

মা ২০১০ সালে শুরু হওয়া চাইনিজ সুপার লিগের গেমগুলিতে কাজ শুরু করেন এবং ২০১১ সাল থেকে তিনি ফিফার একজন পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রেফারি। ২০১৯ সালে, তাকে চীনের পেশাদার রেফারি হিসেবে নিয়োগ দেয় চায়না ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। একই বছর এএফসি এশিয়ান কাপে গ্রুপ পর্বের খেলা পরিচালনার দায়িত্ব পান তিনি।

ফিফা সোমবার ঘোষণা করেছে যে স্পেন এবং কোস্টারিকার মধ্যে গ্রুপ ই খেলার সময় মা চতুর্থ কর্মকর্তা হিসাবে কাজ করবেন।

হাশিম/শান্তা