২৩ নভেম্বর, সিএমজি বাংলা ডেস্ক: চীনা থাইকোনট চেন তুং চীনা নভোচারীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েছেন।
চায়না ম্যানড স্পেস এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, দুবার মহাকাশ যাত্রায় ২০০ দিনের বেশি কক্ষপথে পরিক্রমণরত মহাকাশস্টেশন থিয়ানকংয়ে কাটিয়েছেন তিনি।
শেনচৌ-১৪ মহাকাশযানে করে অপর দুই চীনা থাইকোনট লিউ ইয়াং ও চাই সুচের সঙ্গে গত ৫ জুন চেনকে ৬ মাসের জন্য মহাকাশ স্টেশনের কোর মডিউল থিয়ান হ্য’তে পাঠানো হয়। এই তিন মহাকাশচারী কক্ষপথে ১৭০ দিনের বেশি সময় কাটিয়েছেন। এটি চেনের দ্বিতীয় মহাকাশ যাত্রা।
এর আগে ২০১৬ সালে তিনি শেনচৌ-১১ স্পেস মিশনে বর্তমান মহাকাশ স্টেশনের পূর্বসূরি থিয়ানকং-২ এ ৩৩ দিন অবস্থান করেন। সেবার মহাকাশযাত্রায় তার সঙ্গী ছিলেন চিং হাইপেং।
চেনের প্রসঙ্গে চিং বলেন, চেন একজন পারফেকশনিস্ট। তিনি কখনোই সমস্যাগুলো অমীমাংসিত রেখে যান না। তার প্রথম মহাকাশ ভ্রমণের পর, চেনকে তৃতীয় শ্রেণীর পদক এবং সম্মানসূচক খেতাব ‘বীর থাইকোনাট’ প্রদান করা হয়।
চেনের জন্ম ১৯৭৮ সালে মধ্য চীনের হ্যনান প্রদেশে। ২০১০ সালের মে মাসে তাকে চীনের থাইকোনট দলে নিয়োগ করা হয়েছিল।
মিশন কমান্ডার হিসাবে নিযুক্ত, চেন গত পাঁচ মাসে শেনচৌ-১৪’র ক্রুদের নেতৃত্ব দেন। তিনি তিনটি স্পেসওয়াক, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার একটি সিরিজ, একটি লাইভ বিজ্ঞান বক্তৃতা, এবং ডকিং, বিভিন্ন ইন-অরবিট অপারেশনসহ একাধিক কাজ সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন।
চীনা নেটিজেনরা তাদের ‘ব্যস্ততম মহাকাশ ক্রু’ হিসেবে অভিহিত করেন। আগামী ডিসেম্বরে চেনসহ শেনচৌ-১৪ মিশনের থাইকোনটরা পৃথিবীতে ফিরে আসবেন।
হাশিম/শান্তা