শুরু হলো মৃদু তুষারের দিন
2022-11-23 18:43:41

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে মৃদু তুষারের দিন। প্রাচীন চীনা ক্যালেন্ডার অনুযায়ী বছরকে ২৪টি সৌরপর্বে ভাগ করা হয়। এর মধ্যে ২০তম সৌরপর্ব হলো মৃদু তুষারের দিন।

এ বছর ২২ নভেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে মৃদু তুষারের দিন । এ সময় উত্তর চীনে তাপমাত্রা শূন্যের চেয়ে নেমে আসে। তুষারপাতও শুরু হয়। এ সময় চীনারা বিশেষ কিছু রীতি রেওয়াজ মেনে চলেন।  মুলা ও গাজরের স্যুপ , চালের গুড়ার কেক খাওয়া, গরম কাপড়ে হাত ও মাথা ঢেকে রাখা এইসব রীতির অন্তর্গত।

আরও বিশেষ কিছু উৎসবও এ সময় পালন করা হয়।

শান্তা/হাশিম

ছবি: চায়না ডেইলি