তেল উত্পাদন হ্রাসের সিদ্ধান্ত আগামী বছরের শেষ দিক পর্যন্ত বহাল থাকবে
2022-11-23 10:39:08

নভেম্বর ২৩: সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আব্দুল্লা আজিজ গতকাল (মঙ্গলবার) বলেছেন, আগামী ৪ঠা ডিসেম্বর ওপেকের সদস্যদেশগুলো তেল উত্পাদন নিয়ে আবারও আলোচনায় বসবে। তবে, বিশ্বের প্রধান তেল উত্পাদনকারী দেশগুলোর দৈনিক তেল উত্পাদন ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত ২০২৩ সালে শেষ দিক পর্যন্ত বহাল থাকবে।

একই দিনে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া ও ইরাকের জ্বালানিমন্ত্রীরাও একই ধরনের কথা বলেছেন।

উল্লেখ্য, সম্প্রতি পাশ্চাত্য দেশগুলোর গণমাধ্যমের খবরে বলা হয়, ৪ঠা ডিসেম্বর ওপেকের অধিবেশনে সৌদি আরবসহ বিভিন্ন তেল উত্পাদনকারী দেশগুলো দৈনিক তেল উত্পাদন বাড়ানো নিয়ে আলোচনা করবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)