বিশ্বের সর্বোচ্চ সামুদ্রিক যোগাযোগের দেশের মর্যাদা ধরে রেখেছে চীন
2022-11-23 17:53:16

নভেম্বর ২৩: চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের জাতীয় জলপথে মালামাল পরিবহন এবং লেনদেনের পরিমাণ যথাক্রমে ৪.৭ শতাংশ এবং ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে চীনের বন্দরগুলোতে কার্গো এবং কন্টেইনার পারাপার যথাক্রমে ০.৫ শতাংশ এবং ৪ শতাংশ বেড়েছে।

কার্গো এবং কন্টেইনার পারাপারের হিসাবের দিক থেকে বিশ্বের শীর্ষ দশটি বন্দরের যথাক্রমে অষ্টম এবং সপ্তম স্থানে রয়েছে চীন। তা ছাড়া, টানা বহু বছর ধরে বিশ্বের সর্বোচ্চ সামুদ্রিক সংযোগের দেশের মর্যাদাও ধরে রেখেছে চীন।

(ইয়াং/এনাম/ছাই)