ইউক্রেনকে সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে ন্যাটো
2022-11-23 14:22:34

নভেম্বর ২৩: গত সোমবার ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ স্পেনে ন্যাটো সম্মেলনে বলেন, ন্যাটো ইউক্রেনকে সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আগামী বছরের জুলাই মাসে লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলনের সময়, ন্যাটোর সদস্যদেশগুলোর প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাব উঠতে পারে। বর্তমানে ন্যাটোর সদস্যদেশগুলো বাজেটের ২ শতাংশ সামরিক খাতে ব্যয় করে থাকে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই ন্যাটো ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। কোনো কোনো ন্যাটো সদস্য প্রতিরক্ষা ব্যয় ইতোমধ্যেই বাড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জার্মান চ্যান্সেলর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর কথা ঘোষণা করেন এবং পোল্যান্ডও ২০২৩ সাল পর্যন্ত সামরিক খাতে ব্যয় জিডিপি-র ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। (প্রেমা/আলিম/শুয়েই)