চীনে সর্বোচ্চ চাপের সমুদ্রগর্ভস্থ পাইপলাইন স্থাপিত
2022-11-23 17:56:34

নভেম্বর ২৩: আজ (বুধবার) বোহাই সাগরের প্রথম শত বিলিয়ন বর্গমিটারের বড় গ্যাসক্ষেত্রের (বোজুং ১৯-৬ কনডেনসেট গ্যাসক্ষেত্র) প্রথম পর্যায়ের উন্নয়ন প্রকল্পের সমুদ্রবর্তী নির্মাণ স্থানে সর্বোচ্চ চাপের সমুদ্রগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এটি চীনের নিজস্ব নকশা ও স্থাপন করা এ জাতীয় প্রথম পাইপলাইন।

এটি চীনের সমুদ্রবর্তী উচ্চ চাপের গ্যাসক্ষেত্রের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে এর অনেক তাৎপর্য রয়েছে।

সমুদ্রবর্তী তেল ও গ্যাস পরিবহন এবং গ্যাস নিক্ষেপণ বিকাশের "ধমনী" হিসেবে সমুদ্রগর্ভস্থ পাইপলাইনগুলো সমুদ্রবর্তী তেল ও গ্যাস উত্পাদন ব্যবস্থার "লাইফলাইন" হিসেবে বিবেচিত হয়। সমুদ্রগর্ভস্থ পাইপলাইনগুলোর নকশা, উত্পাদন ও স্থাপনের প্রযুক্তি একটি দেশের সমুদ্রবর্তী তেল ও গ্যাস ইঞ্জিনিয়ারিং শিল্পের সামগ্রিক মানের গুরুত্বপূর্ণ প্রতীক।

বর্তমানে চীনে সমুদ্রগর্ভস্থ পাইপলাইনগুলোর পরিচালনা চাপ সাধারণত ৩০ এমপিএ-এর বেশি হয় না। তবে, বোজুং ১৯-৬ প্রকল্পের সর্বাধিক অপারেটিং চাপ ৫০ এমপিএ ছুঁয়েছে এবং উচ্চ চাপের গ্যাসকে বুস্টার প্ল্যাটফর্ম থেকে ৮.৬ কিলোমিটার দূরত্বের সমুদ্রগর্ভস্থ পাইপলাইন দিয়ে উত্পাদন প্ল্যাটফর্মে পরিবহন করা হয়। যা চীনে প্রথমবার ঘটছে।

বর্তমানে বোজুং ১৯-৬ কনডেনসেট গ্যাসক্ষেত্রের প্রথম পর্যায়ের উন্নয়ন প্রকল্পের সব জ্যাকেট তৈরি করা হয়েছে, এবং সাবমেরিন পাইপলাইনটি স্থিরভাবে নির্মাণাধীন রয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে।

(ইয়াং/এনাম/ছাই)