ইয়েমেনে ফের যুদ্ধবিরতির আহ্বান চীনের
2022-11-23 18:08:37

নভেম্বর ২৩: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইয়েমেন-বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন তাতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

 

ভাষণে তিনি ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষসমূহকে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানান। ইয়েমেনের শান্তির ‘সুযোগের জানালা’ বন্ধ হওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ইয়েমেনের বিবদমান পক্ষসমূহের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি এ বছরের ২ এপ্রিল দু’মাসের জন্য কার্যকর হয়েছিল। পরে এই চুক্তির মেয়াদ দু’বারে ২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু পরে এ ব্যাপারে আর মতৈক্য হয়নি।

চাং চুন বলেন, ছয় মাসের যুদ্ধবিরতি ইয়েমেনের জনগণের জন্য দৃশ্যমান শান্তি বয়ে এনেছে। যুদ্ধবিরতি বজায় রাখা ইয়েমেনের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এবং আন্তর্জাতিক সমাজ ও আঞ্চলিক দেশগুলোর সাধারণ আশা-আকাঙ্ক্ষা।

তিনি বলেন, এখনও ইয়েমেনের শান্তির ‘সুযোগের জানালা’ বন্ধ হয়নি এবং একে বন্ধ করা উচিতও হবে না। এই ব্যাপারে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করেছে সৌদি আরব ও ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলো। তাদের ভূয়সী প্রশংসা করে চীন।

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)