‘হাসি’
2022-11-23 13:01:21

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং তুং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চাং তুং লিয়াং, ১৯৮১ সালের ২৯ নভেম্বর মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সঙ্গীত মহলের একজন কন্ঠশিল্পী, একইসঙ্গে একজন অভিনেতা।

 

প্রাথমিক স্কুলের সময় চাং তুং লিয়াং অভিনয়ে খুব অনুরাগী হন। তিনি মালয়েশিয়া থেকে চীনের তাইওয়ান প্রদেশে গিয়ে লেখাপড়া করতে শুরু করেন। যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে, তখন তাঁর বাবার ব্যবসা ব্যর্থ হলে পরিবারের অবস্থা খুব খারাপ হয়। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে চাকরি করতে শুরু করেন।

 

২০০২ সালে চাং তুং লিয়াং মালয়েশিয়ায় ‘অ্যাস্ট্রো’ নামের একটি নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘গোধূলি’ শীর্ষক গানটি গেয়ে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

 

বন্ধুরা, এখন শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘ভুল আর ভুল’। গানের কথায় বলা হয়: আমি সবসময় তোমাকে বিশ্বাস করি। তোমার প্রশংসায় আমি সুখী। তবে কীভাবে তোমাকে ভুলে যাই। আমাকে তোমার দেওয়া স্মৃতি। ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি, ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি।

আচ্ছা, শুনুন এই মনোমুগ্ধকর গানটি।

 

বন্ধুরা, এবারে শুনুন চাং তুং লিয়াং-এর গান ‘একাকীর সীমানা’। গানের কথাগুলো এমন: এই জীবনে কত সুখ, আনন্দ ও দুঃখ থাকে। দীর্ঘ যাত্রায় মানুষ আসে ও চলে যায়। তুমি আর আমি, জন্ম থেকেই সাধারণ । মর্মাহতের সঙ্গে সব কিছু বোঝা যায়। জীবন লম্বা- তবুও ছোট, আমরা সবাই সাধারণ মানুষ।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘হাসি’। গানের কথাগুলো এমন: তোমার সঙ্গে ভালোবাসার স্মৃতি অনেক মিষ্টি। ধন্যবাদ তোমাকে, আমাদের জীবনে সুন্দর মুহূর্ত এসেছে। ভালোবাসার সেই বছর, সুখ আমাদের মধ্যে আছে। আমাদের প্রতিশ্রুতি, একটু একটু করে বাস্তবায়ন করেছি।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেয়ার আগে আপনাদের শোনাতে চাই চাং তুং লিয়াং-এর আরেকটি গান, গানের নাম ‘খেলা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং তুং লিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)