সামরিক পদ্ধতি নয়, ইয়েমেনের সমস্যা সমাধানে প্রয়োজন সংলাপ ও আলোচনা: চীন
2022-11-23 10:37:07

নভেম্বর ২৩: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেছেন, সামরিক পদ্ধতি ইয়েমেনের সমস্যা সমাধান করতে পারবে না, এর জন্য চাই সংলাপ ও আলোচনা। তিনি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে ইয়েমেন পরিস্থিতি নিয়ে এক প্রকাশ্য সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংঘর্ষ কেবল একটি দেশের জনগণের জন্য দুঃখ-কষ্ট বয়ে আনে, কোনো সমস্যার সমাধান করতে পারে না। বিগত ছয় মাস ধরে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর আছে, যা সেদেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 

চীনা প্রতিনিধি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজকে ইয়েমেনে আরও বেশি ত্রাণ সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, আলোচ্য সভায় জাতিসংঘ মহাসচিবের ইয়েমেনবিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ ইয়েমেন পরিস্থিতির ওপর প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে বলা হয়, গত ২ অক্টোবর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে, সেই থেকে এখন পর্যন্ত ইয়েমেনে বড় ধরনের কোনো যুদ্ধ হয়নি। অবশ্য, দেশের কয়েকটি বন্দরে সংঘর্ষ হয়েছে এবং স্থানীয় অর্থনৈতিক ও মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)