ইউএনএওসি’র নবম বিশ্ব ফোরাম মরক্কোয় শুরু
2022-11-23 11:31:02

নভেম্বর ২৩: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের সভ্যতা জোট (ইউএনএওসি)-র নবম বিশ্ব ফোরাম মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর ফেসে শুরু হয়। দুদিনব্যাপী এ ফোরাম প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশে অনুষ্ঠিত হচ্ছে।

বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৪০ জনেরও বেশি মন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ‘শান্তি জোট প্রতিষ্ঠা: মানবজাতি একটি জোট হিসেবে সহাবস্থান করুক’ শীর্ষক প্রতিপাদ্যকে কেন্দ্র করে এবারের ফোরামে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, বর্তমানে ঘৃণাবাচক কথা, ভুল তথ্য ও সহিংসতা সাধারণ হয়ে উঠেছে। ধর্মীয় গোঁড়ামি ও বৈষম্যবাদ এখনও বহাল তবিয়তে আছে। এ অবস্থায়, বিশ্ব ও আঞ্চলিক পর্যায়ে শান্তি জোট প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলা করে, মানবজাতির জন্য একটি সমৃদ্ধ, পারস্পরিক কল্যাণকর ও ঐক্যবদ্ধ পরিবার গড়ে তোলা যাবে। (প্রেমা/আলিম/শুয়েই)