চাঁদে অবতরণের মনুষ্যবাহী রকেটের গবেষণা এগিয়ে নিচ্ছে চীন
2022-11-22 19:21:21


নভেম্বর ২২: ২০২২ সালের চীনের মহাকাশ সম্মেলন হাইখৌতে আয়োজিত  হচ্ছে। চাঁদে মানুষের অবতরণের জন্য একটি নতুন প্রজন্মের মনুষ্যবাহী রকেটের গবেষণা ২০৩০ সালের আগে সম্পন্ন করবে চীন। দেশটির ভারী পরিবাহক রকেটের গবেষণা ইতোমধ্যে ঈপ্সিত ফলাফল অর্জন করেছে।

 

 চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষাবিদ এবং অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের লং মার্চ সিরিজের পরিবাহক রকেটের প্রধান উপদেষ্টা লুং ইউয়ে হাও সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

 

তিনি  বলেছেন, নতুন প্রজন্মের মানব চালিত রকেটের বডির ব্যাস  লং মার্চ-৫ পরিবাহক রকেটের সমান। এটি চীনের মনুষ্যবাহী যানের  চাঁদে অবতরণ সংক্রান্ত মিশনের চাহিদা পূরণ করবে।

 

তিনি আরও বলেন, চীনে ভারী আকারের পরিবাহক রকেটের গবেষণা চলছে। এ ধরণের রকেটের বডির ব্যাস ১০.৬ মিটার এবং উচ্চতা ১১০ মিটার হবে। এটি হবে ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী রকেট।

 

 (ওয়াং হাইমান/এনাম/ছাই)