হ্যনানের অগ্নিকাণ্ডে নিহত ৩৮, প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ নির্দেশনা
2022-11-22 19:23:38


 

নভেম্বর ২২:  গতকাল (সোমবার) বিকেলে চীনের হ্যনান প্রদেশের আন ইয়াং শহরের  ‘খ্যাই শিন তা’ কোম্পানির কারখানায় এক ভয়াবহ  অগ্নিকাণ্ড ঘটেছে। এ পর্যন্ত তাতে ৩৮ জন নিহত এবং ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

দুর্ঘটনার পর চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।

 

তিনি বলেন, সম্প্রতি হ্যনানসহ বিভিন্ন জায়গায় ঘন ঘন অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অনেকে হতাহত হয়েছেন। তা খুব দুঃখজনক ও মর্মান্তিক। আহতদের সকলকে উদ্ধার এবং নিহতদের পরিবারের পুনর্বাসন ভালভাবে করতে হবে।

 

তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে, এবং আইনানুসারে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা করতে হবে। বছরের শেষ দিকে বিভিন্ন কাজের নিরাপত্তা সমন্বয় করতে হবে। বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিভাগের উচিত ‘জনগণের অগ্রাধিকার এবং জনগণের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ধারণাকে কাজে লাগিয়ে গুরুতর দুর্ঘটনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা।

 

প্রেসিডেন্ট সি’র নির্দেশনা অনুযায়ী, জরুরি মোকাবিলাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর লোকজন হ্যনানে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করছে।

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)