আজ অনলাইনে অনুষ্ঠিত হবে চীন-জাপান সমুদ্রবিষয়ক উর্ধ্বতন পরামর্শ ব্যবস্থার আলোচনা
2022-11-22 14:14:56


নভেম্বর ২২: চীন-জাপান সমুদ্রবিষয়ক উর্ধ্বতন পরামর্শ ব্যবস্থার চতুর্দশ আলোচনা আজ (মঙ্গলবার) ভিডিও-সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত হবে। দু’পক্ষের কূটনীতি, প্রতিরক্ষা, সামুদ্রিক আইন প্রয়োগ ও সমুদ্র প্রশাসনসহ বিভিন্ন বিভাগ এতে অংশ নেবে। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

  মুখপাত্র বলেন, চীন এবারের আলোচনায় জাপানের সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমুদ্রবিষয়ক ইস্যুতে মত বিনিময় করবে, পারস্পরিক উপলব্ধি ও আস্থা বাড়ানোর চেষ্টা করবে, এবং সমুদ্রে দু’দেশের মধ্যে বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাবে। (প্রেমা/আলিম/শুয়েই)