রুশ কৃষি পণ্যের রপ্তানি ৪০ বিলিয় ডলার ছাড়াবে: কৃষিমন্ত্রী
2022-11-22 17:46:08

নভেম্বর ২২: চলতি বছর তাঁর দেশের কৃষি উৎপাদন ৩.৫ শতাংশ বৃদ্ধি পাবে এবং কৃষি পণ্যের রপ্তানি মূল্য চার হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে গতকাল (সোমবার) মন্তব্য করেছেন রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।

রাশিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, পাত্রুশেভ সেদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কৃষি উৎপাদন পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

তখন তিনি বলেন, রাশিয়ার কৃষি ও এ সংক্রান্ত শিল্প সুষ্ঠুভাবে বিকাশ লাভ করছে। তা রাশিয়ার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

তিনি বলেন,  চলতি বছর এ পর্যন্ত কৃষি পণ্যের রপ্তানি মূল্য ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। টানা ৩ বছর ধরে রাশিয়া শস্য রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া বর্তমানে কৃষি উৎপাদনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং পশ্চিমা দেশগুলোর "দুঃসাহসিক এবং অদক্ষ" নীতির কারণে খাদ্য ঘাটতির সম্মুখীন দেশগুলোকে সাহায্য করতে থাকবে মস্কো।

পরিসংখ্যানে দেখা যায় যে ২০২১ সালে রাশিয়ার কৃষি পণ্যের রপ্তানি মূল্য ছিল ৩৭১০ কোটি মার্কিন ডলার, যা ২০২০ সালের তুলনায় ২১ শতাংশ বেশি।

(ইয়াং/এনাম/ছাই)