ফাইন্যান্সিয়াল স্ট্রিট ফোরামের বার্ষিক সম্মেলন শুরু
2022-11-22 14:12:56

নভেম্বর ২২: গতকাল (সোমবার) ফাইন্যান্সিয়াল স্ট্রিট ফোরামের বার্ষিক সম্মেলন বেইজিংয়ে শুরু হয়। বিশ্বের প্রায় ৪০০ জন অতিথি এতে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের গণব্যাংকের গভর্নর ই কাং বলেন, চলতি বছর গণব্যাংক যথাসময়ে স্থিতিশীল মুদ্রানীতি কার্যকর করেছে। মহামারী ও বিভিন্ন দেশের মধ্যে সংঘাতের প্রভাবে বর্তমানে চীনের অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জ ও মন্দার সম্মুখীন। তবে, গণব্যাংক উপযুক্ত মুদ্রানীতি কাজে লাগিয়ে, এ চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছে।

 তিনি বলেন, গণব্যাংক দূষণমুক্ত শক্তি, জ্বালানি সাশ্রয়, ও দূষিত পদার্থ ও কার্বন নির্গমন নির্গমন হ্রাস—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে।

চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ই হুইমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পুঁজি বাজারের ফাংশন বজায় রেখে, আরও ভালোভাবে নতুন উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠা ও উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। (প্রেমা/আলিম/শুয়েই)