সমুদ্রে পরিণত হই
2022-11-22 14:39:16

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেং থিং ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

মেং থিং ওয়েই- তাঁর আসল নাম ছেন সিউ মেই। ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশের কাওসিওং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের তাইওয়ানের সংগীত মহলের বিখ্যাত গায়িকা।

 

১৯৮৯ সালে মেং থিং ওয়েই মোটরসাইকেলের বিজ্ঞাপনে অভিনয় করেন। সে বছর তাঁর প্রথম গান ‘স্কুলে খবর প্রচার খুব দ্রুত’ প্রকাশিত হয়।

 

১৯৯০ সালের মে মাসে মেং থিং ওয়েই-এর প্রথম অ্যালবাম ‘আসলে আমি কেয়ার করি’ মুক্তি পায়। এই অ্যালবামের কারণে তাঁর ভক্তরা তাকে আদর করে ‘বিস্কুট মেয়ে’ বলে ডাকে’। একই বছরের নভেম্বর মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘বড় হওয়া’ মুক্তি পায়।

 

বন্ধুরা, এখন শুনুন মেং থিং ওয়েই-এর গান ‘সমুদ্রে পরিণত হই’। গানের কথায় বলা হয়, হাল্কা বৃষ্টি বাতাসের সঙ্গে রাতের রাস্তা ভিজিয়ে দেয়। রাতের রাস্তায় বাতির দিকে তাকাই, সেই দুঃখের স্মৃতি, আবারও মনে পড়ে। আগের কোনো মুহূর্তের আনন্দ এখনো মুখে লেগে থাকে। আশা করি, তুমি জানতে পারো, আমার মনের কথা। তোমাকে পছন্দ করি, সেই সুন্দর চোখ, হাসি আরও মনোমুগ্ধকর।

আচ্ছা, শুনুন এই রোম্যান্টিক গান।

 

বন্ধুরা, এবারে শুনুন মেং থিং ওয়েই-এর গান, গানের নাম ‘বাতাসের স্বপ্ন’। গানের কথাগুলো এমন: প্রতিদিন নতুন, রঙিন আতশবাজি আকাশে দেখা যায়। যখন রাজকুমার দেখে, আমরা সামনে এগিয়ে যাই, আমাদের অনেক লজ্জা লাগে। সবকিছু পরিকল্পনা মতো চলছে, প্রেমে পড়লে নিশ্চয়ই সবাইকে জানাবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এবারে আপনাদের শোনাবো মেং থিং ওয়েই-এর গান, গানের নাম ‘হৃদয়ের যাত্রা’। গানের কথায় বলা হয়, শরত্কালের বাতাস পাহাড়ের মুখকে লাল করে দেয়। চারটি ঋতু পরিবর্তনে, গাছের চুল সাদা হয়ে যায়। বাইরের মানুষ ফিরে আসার পথে ভালোবাসার জবাব দেয়। একটি হৃদয়, দূরের দৃশ্য দেখলে ভালোবাসার অর্থ বুঝতে পারে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই মেং থিং ওয়েই-এর আরেকটি সুন্দর গান, গানের নাম ‘লাল বৃষ্টি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মেং থিং ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)