চীনের শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযান উত্ক্ষেপণের জন্য প্রস্তুত
2022-11-22 16:01:05

নভেম্বর ২২: চীনের শেনচৌ-১৫ মানববাহী মহাকাশযানকে উত্ক্ষেপণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে, চীনের কানসু প্রদেশের চিউ ছিউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারে, মহাকাশযানটিকে শেষ পরীক্ষাশেষে লঞ্চ টাওয়ারে পাঠানো হয়। কিছুদিনের মধ্যে মহাকাশযানটি উত্ক্ষেপণ করা হবে।

শেনচৌ-১৫ চীনের ৩ জন নতুন নভোচারী বহন করে মহাকাশকেন্দ্রে নিয়ে যাবে। সেখানে বর্তমানে ৩ জন নভোচারী রয়েছেন। নতুন ৩ নভোচারী যাওয়ার পর মহাকাশকেন্দ্রে নভোচারীর সংখ্যা দাঁড়াবে ৬ জনে। তাঁরা কেন্দ্রে একসঙ্গে এক সপ্তাহ অতিবাহিত করবেন। পরে, আগের ৩ নভোচারী পৃথিবীতে ফিরে আসবেন। (তুহিনা/আলিম /শুয়েই))