চীন-আফ্রিকা অর্থনৈতিক ফোরাম এবং চীন-আফ্রিকা সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় সপ্তাহ চিনহুয়ায় শুরু
2022-11-22 15:59:46

নভেম্বর ২২: চীন-আফ্রিকা অর্থনৈতিক ফোরাম এবং চীন-আফ্রিকা সাংস্কৃতিক যোগাযোগ ও বিনিময় সপ্তাহ গতকাল (সোমবার) চীনের চেচিয়াং প্রদেশের চিনহুয়া শহরে শুরু হয়।  চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান ও জাতীয় শিল্প বাণিজ্য ফেডারেশনের চেয়ারম্যান কাও ইয়ুন লুং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, চীন ও আফ্রিকা অভিন্ন লক্ষ্যে অনেক বাস্তব বিষয়ে সহযোগিতা করে সাফল্য অর্জন করেছে। নতুন ঐতিহাসিক সূচনায় দাঁড়িয়ে, চীন ও আফ্রিকা উদ্ভাবনের মাধ্যমে আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার নতুন পর্যায়ে পৌঁছাবে, সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করে দু’পক্ষের জনগণের মৈত্রী বাড়াবে, এবং সামাজিক দায়িত্ব পালন করে আফ্রিকান মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যায়।

এবারের ফোরামের প্রতিপাদ্য হচ্ছে: ‘মানুষে মানুষে বোঝাপড়া, সাংস্কৃতিক যোগাযোগ ও কল্যাণমূলক সহযোগিতা’।  চেচিয়াং প্রদেশের সরকার, চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ, চীনা জাতীয় শিল্প ও বাণিজ্য ফেডারেশন, এবং চীনের বৈদেশিক বন্ধুত্ব সংস্থা যৌথভাবে ফোরামের আয়োজন করে। 

(তুহিনা/আলিম/শুয়েই)