পাশ্চাত্যের চাপের কাছে আত্মসমর্পণ করবে না তেহরান: ইরানি মুখপাত্র
2022-11-21 10:43:22

নভেম্বর ২১: যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধিবেশনে ইরানি প্রস্তাবের বিরোধিতা করেছে। এর মূল উদ্দেশ্য, তেহরানের ওপর চাপ সৃষ্টি করা। কিন্তু ইরানি সরকার কোনো চাপের কাছে আত্মসমর্পণ না-করে, দেশের চাহিদা আর আন্তর্জাতিক চুক্তির বিধি অনুসারে পারমাণবিক কর্মসূচি বাস্তবায়ন করে যাবে। গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ সব কথা বলেন।

তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলোর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের আচরণের জবাবে কয়েকটি নতুন ব্যবস্থা নিয়েছে তেহরান।

মুখপাত্র জোর দিয়ে বলেন, পাশ্চাত্যের দেশগুলোর উস্কানিমূলক কার্যক্রম বন্ধ না-হওয়া পর্যন্ত, ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে যাবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)