কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট ও জ্যামাইকার গভর্নরের শুভেচ্ছা বিনিময়
2022-11-21 19:32:26

নভেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জ্যামাইকার গভর্নর প্যাট্রিক লিন্টন অ্যালেন আজ (সোমবার) দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, জ্যামাইকা হল চীনের সাথে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ইংরেজিভাষী ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর একটি। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত ৫০ বছরে দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দু’দেশের বাস্তব সহযোগিতা ফলপ্রসূ, পারস্পরিক রাজনৈতিক আস্থা এবং জনগণের মধ্যকার মৈত্রী গভীর হয়েছে।

তিনি বলেন, দু’দেশ যৌথভাবে কোভিড-১৯ মহামারী প্রতিরোধ করেছে। জ্যামাইকার সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে চীন। জ্যামাইকার সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ এবং নতুন যুগে চীন-জ্যামাইকা ভাগ্যের অভিন্ন কমিউনিটি গড়ে তুলতে ইচ্ছুক বেইজিং।

গভর্নর অ্যালেন বলেন, চীনের সঙ্গে সহযোগিতা এবং দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক জ্যামাইকা। (ছাই/এনাম)