চীনে শরতের শস্য ক্রয় ৫ কোটি টন ছাড়িয়েছে
2022-11-21 19:36:08

 

নভেম্বর ২১: চীনের জাতীয় শস্য ও উপাদান সংরক্ষণ ব্যুরোর সর্বশেষ তথ্য অনুসারে, শরতের শস্য কেনা এখন পুরোদমে চলছে। দেশের প্রধান উৎপাদন এলাকাগুলোতে ইতোমধ্যে ৫ কোটি টনেরও বেশি শস্য কেনা হয়েছে।

চীনের বিভিন্ন স্থানে ধান, ভুট্টা, সয়াবিন এবং শরতের অন্যান্য জাতের শস্যের বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাজারে চাহিদা ভাল থাকা এবং উচ্চমূল্যের কারণে ক্রয়-বিক্রয় ব্যাপক হারে চলছে। এখন পর্যন্ত, প্রধান উৎপাদনকারী এলাকাগুলোর নানা শস্য কোম্পানি ৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টন শস্য ক্রয় করেছে। তা গত বছরের তুলনায় ৬৯ লাখ ১০ হাজার টন বেশি।

চাষিদের স্বার্থ কার্যকরভাবে রক্ষা করার জন্য, চিয়াংসু, আনহুই, হ্যনান, হুবেই এবং হেইলংচিয়াং প্রদেশ ধানের ন্যূনতম ক্রয় মূল্য বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা চালু করেছে। এ পর্যন্ত মোট ১২ লাখ ১০ হাজার টন ধান ক্রয় করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১.১ লাখ টন বেশি।

(ইয়াং/এনাম/ছাই)