চীন-জ্যামাইকা সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সি-অ্যালেন অভিনন্দন বার্তা বিনিময়
2022-11-21 19:46:43

২১ নভেম্বর, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং জ্যামাইকার গভর্নর-জেনারেল প্যাট্রিক অ্যালেন দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

সি তাঁর অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন যে, জ্যামাইকা চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ইংরেজিভাষী ক্যারিবীয় অঞ্চলের প্রথম দেশগুলির মধ্যে একটি।

তিনি বলেন, বিগত ৫০ বছরে, চীন ও জ্যামাইকা তাদের সম্পর্কের উন্নয়নে একটি ভাল গতি বজায় রেখেছে, দুই পক্ষের মধ্যে গভীর রাজনৈতিক আস্থা এবং ফলপ্রসূ সহযোগিতা এবং দুই জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ মহামারী মোকাবেলায় দুই দেশ পাশাপাশি দাঁড়িয়েছে এবং একে অপরকে সমর্থন করেছে, বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন গতি দিয়েছে। চীন-জ্যামাইকা সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন বলেও জানান সি।

দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতাকে আরও গভীর করতে এবং উচ্চ-মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে একটি নতুন সূচনাবিন্দু হিসেবে দেখছেন বলে জানান চীনের প্রেসিডেন্ট। চীন-জ্যামাইকা কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন স্তরে নিয়ে যেতে এবং নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যতের চীন-জ্যামাইকা সম্প্রদায় গড়ে তুলতে গভর্নর অ্যালেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান প্রেসিডেন্ট সি।

অ্যালেন বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জ্যামাইকা ও চীন তাদের সম্পর্ক উন্নতি করতে দেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে, যা উৎসাহব্যঞ্জক। তিনি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে জ্যামাইকান পক্ষ চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

হাশিম/শান্তা