নেপালে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ
2022-11-20 16:41:55

নভেম্বর ২০: আজ (রোববার) নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি পরিষদ এবং সারা দেশের ৭টি প্রাদেশিক পরিষদের প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  

স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত  চলবে ভোটদান। নেপালের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটদান শুরু হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলবে বলে আশা করছে কমিশন।

নির্বাচনে নেপালের ফেডারেল সংসদের প্রতিনিধি পরিষদের ২৭৫ জন প্রতিনিধি এবং সাতটি প্রাদেশিক পরিষদের ৫৫০ জন প্রতিনিধি নির্বাচিত হবেন।

নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবং বৃহত্ বিরোধী দল নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনাইটেড মার্কসবাদী-লেনিনবাদী) নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে।

নেপালে রয়েছে একটি মিশ্র নির্বাচনী ব্যবস্থা। ফেডারেল সংসদ এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধি পরিষদের ৬০% প্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন; বাকি ৪০% প্রতিনিধি আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্ধারিত হন। ফেডারেল সংসদ এবং প্রাদেশিক পরিষদের প্রতিনিধি পরিষদের সদস্যদের মেয়াদ ৫ বছর বলে জানা গেছে।

 (ইয়াং/এনাম /ছাই)