আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন তাহেরা আক্তার তমা। তিনি দাদা বাংলা লিমিটেডের সিইও এবং ডিরেক্টর।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে ২০১৩ সালে স্নাতক এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৪ সালে তিনি চীন সরকারের বৃত্তি নিয়ে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে এম.বি.এ পড়াশুনা করতে আসেন। ২০১৬ সালে এম.বি.এ শেষ করে ২০১৭ সালে সাংহাই-এর ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটিতে মিডিয়া কমিউনিকেশনে চীন সরকারের বৃত্তি নিয়ে পি.এইচ.ডি শুরু করেন।
সাংহাই আসার পর তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন। দাদা বাংলা লিমিটেড এবারের পঞ্চম চীন আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণ করেছে। সিইও তাহেরা আক্তার তমার চোখে কেমন ছিল এবারের মেলা? তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।