জাম্বুরা চাষ করে আর্থিক সমৃদ্ধি অর্জন
2022-11-20 18:43:58


 

নভেম্বর ২০: চীনের চ্য চিয়াং প্রদেশের ইয়ু হুয়ান জেলার বৈশিষ্ট্যময় ফল জাম্বুরা সংগ্রহের মৌসুম শুরু হয়েছে।

 

কৃষি পণ্য, সমবায়, ও কৃষি শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় চাষিদের লাভবান হতে সহায়তা করছে স্থানীয় সরকার।

 

চেং চাও এবার ০.৬ হেক্টর জাম্বুরা চাষ করেছেন। তা থেকে তিনি ১ লাখ ৭০ হাজারের বেশি ইউয়ান আয় করেছেন।

 

বর্তমানে সেখানে ১৯০০ হেক্টর জমিতে জাম্বুরা চাষ হচ্ছে, আর মোট উত্পাদন পরিমাণ ২৫ হাজার টন বলে জানা গেছে।

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)