বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুশাসনের প্রতি চীনের প্রতিশ্রুতির প্রতিফলন প্রেসিডেন্ট সি’র বিদেশ সফরে
2022-11-20 16:26:31

নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: জি-টোয়েন্টির ১৭তম শীর্ষ সম্মেলন এবং এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উপস্থিতি এবং সেইসাথে তার থাইল্যান্ড সফর একটি দৃঢ় ইঙ্গিত পাঠিয়েছে যে, চীন বৈশ্বিক শান্তি ও উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং উন্মুক্তকরণ ও সহযোগিতা আরও গভীর করবে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার একথা বলেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটি দেশে ও বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত যে, একটি জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বৈশ্বিক উন্নয়ন এবং শাসনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে চীন একটি দায়িত্বশীল প্রধান দেশ হিসাবে তার ভূমিকা প্রদর্শন করেছে।

ওয়াং জোর দিয়ে বলেন, ৬ দিনের সফরে প্রেসিডেন্ট সি ৩০টিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যার মধ্য দিয়ে তিনি বৈশ্বিক উন্নয়ন ও শাসনে চীনের ভূমিকা পালন করেন এবং একটি যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল প্রধান দেশ হিসাবে চীনের ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, বহুপাক্ষিক বৈঠকে ভাষণ দেওয়ার সময় এবং অন্যান্য দেশের নেতাদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট সি চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির ২০ তম জাতীয় কংগ্রেসের সিদ্ধান্ত, চীনের আধুনিকীকরণ, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণের সহযোগিতা, চীনের উচ্চ-মানের উন্নয়ন এবং উচ্চ-মানের উন্মুক্তকরণের উজ্জ্বল সম্ভাবনা  সম্পর্কে বিশদ বর্ণনা দেন, যার মধ্য দিয়ে তিনি এমন একটি দৃঢ় সংকেত দেন যে, চীন সব সময় বিশ্ব শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্মুক্তকরণ ও সহযোগিতাক আরও গভীর করবে।

 

 রহমান/শান্তা