চীনে সবজি ও ডিমের দাম কমেছে
2022-11-20 18:59:25

নভেম্বর ২০: চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানায়, বর্তমানে চীনের শাক-সবজির উত্পাদন ভাল, সরবরাহ যথেষ্ট এবং বাজার স্থিতিশীল রয়েছে। ফলে শহুরে ও গ্রামীণ ভোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে। 

গত মাসের (অক্টোবর) শেষ দিকে গোটা চীনে সবজি চাষের জমির আয়তন ছিল প্রায় ৬১.২ লাখ হেক্টর, তা গত বছরের একই সময়ের চেয়ে ১.১৬ লাখ হেক্টর বেশি। এসময়ে উৎপাদিত সবজির পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৬.৪ লাখ টন বেশি ছিল।

গত ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ২৮ ধরনের প্রতি কিলোগ্রাম সবজির গড় পাইকারি মূল্য ছিল ৪.৩৫ ইউয়ান, যা অক্টোবর মাসের চেয়ে ৩.৫ শতাংশ কম। বর্তমানে উত্পাদন এবং সরবরাহ স্থিতিশীল থাকায় মুরগির ডিমের দামও হ্রাস পেয়েছে।

(ছাই/এনাম)