সবুজ ও বাসযোগ্য আবাসিক এলাকা নির্মাণ করেছে ছিংতাও
2022-11-20 18:54:51

নভেম্বর ২০: চীনের শাংতং প্রদেশের ছিংতাও শহর মানুষের জীবন-জীবিকা ভিত্তিক সবুজ ও বাসযোগ্য নতুন আবাসিক এলাকা নির্মাণ করেছে।

সেখানকার পৌর সরকার বর্জ্য বাছাই করতে বাসিন্দাদের উত্সাহিত করে সার্বিকভাবে পরিবেশ উন্নত করেছে। ফলে নাগরিকদের সুখ ও সন্তুষ্টি অনেক বৃদ্ধি পেয়েছে।

শহরে নাগরিকদের জন্য আবাসিক এলাকার কাছাকাছি বাণিজ্যিক এলাকা, বিনোদন মহাচত্বর ও পার্ক নির্মিত হয়েছে। জনাকীর্ণ এলাকায় বেশ কয়েকটি আধুনিক পাবলিক টয়লেট পুনর্নির্মিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ছিংতাও শহরের লিছাং তার আবাসিক এলাকাগুলোর পরিবেশ উন্নত করেছে। সেখানে মোট ৯টি পার্ক পুনর্নির্মিত হয়েছে।

নাগরিকদের জন্য ৬১০০ বর্গকিলোমিটারের কাজের স্থান, সবুজ ও বাসযোগ্য নতুন আবাসিক এলাকা নির্মিত হয়েছে। (ছাই/এনাম)