তিউনিসিয়ায় শুরু হয়েছে ফ্রাঙ্কোফোনি শীর্ষসম্মেলন
2022-11-20 16:58:15


নভেম্বর ২০: ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলোর সংস্থা ফ্রাঙ্কোফোনি’র ১৮তম শীর্ষসম্মেলন গতকাল (শনিবার) তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলের জেরবা দ্বীপে শুরু হয়েছে। ত্রিশ জনেরও বেশি শীর্ষনেতা ও সরকারী প্রতিনিধি তাতে অংশ নিয়েছেন।

 দু’দিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বৈচিত্র্যময় পারস্পরিক আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ: ফ্রাঙ্কোফোনির উন্নয়ন ও ঐক্যের ডিজিটাল বাহক’। এতে ডিজিটাল উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারের শীর্ষসম্মেলনের আয়োজন অবিরাম সামষ্টিক প্রচেষ্টার সুফল। সম্মেলন সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলোর সংস্থা ফ্রাঙ্কোফোনি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ১৯৮৬ সাল থেকে প্রতি দুই বছরে একবার শীর্ষসম্মেলন আয়োজন করে আসছে এ সংস্থা। কোভিড-১৯ মহামারীর কারণে স্থগিত ছিল ২০২০ সালের শীর্ষসম্মেলন।

মোট ৫৪টি সদস্য, ৭টি সহযোগী সদস্য, এবং ২৭টি পর্যবেক্ষক সদস্য দেশ নিয়ে গঠিত ফ্রাঙ্কোফোনি। (ওয়াং হাইমান/এনাম/ছাই)