চীনের ৯৭.৬ শতাংশ শরতের ফসল সংগ্রহ সম্পন্ন
2022-11-20 18:43:10


 

নভেম্বর ২০: চীনের কৃষি ও গ্রাম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গোটা চীনে মোট ৭৬.২ কোটি হেক্টর জমির শরতের শস্য সংগ্রহ করা হয়েছে। ফলে ৯৭.৬ শতাংশ শস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

 

চীনের দক্ষিণাঞ্চলে বিশেষ কিছু প্রজাতির ধান এবং ফসল ছাড়া সব ফসল কাটা ইতোমধ্যেই শেষ হয়েছে।

 

গত দুই দিন আগে ফু চিয়ান প্রদেশের মিন হৌ জেলার ৮৪০ হেক্টর জমির ধান কাটা শুরু হয়েছে। এই বছর সেখানে খরা দেখা দিয়েছিল। তবে, স্থানীয় সরকার জল সংরক্ষণ, বৈদ্যুতিক শক্তি এবং অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে পানির উৎস খুলে দিয়েছে।  ফলে ধানের ভালো ফলন হয়েছে।

 

(ওয়াং হাইমান/এনাম/ছাই)