থাই সঙ্গীত ইনস্টিটিউট পরিদর্শন করেন ফেং লি ইউয়ান
2022-11-20 19:05:09

নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান গতকাল (শনিবার) থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর স্ত্রী নারাপর্ণ চান উচাকে সঙ্গে নিয়ে ব্যাংককে প্রিন্সেস গ্যালিয়ানি ভাধানা সঙ্গীত ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।

ফেং লি ইউয়ান ও নারাপর্ণ একসঙ্গে ইনস্টিটিউটের প্রদর্শনী কক্ষ পরিদর্শন করে ইনস্টিটিউটের উন্নয়নের ইতিহাস ও বৈদেশিক সহযোগিতার কথা শুনেছেন।

 

এসময় তাঁরা উভয়ে চীনের নানজিং ইউনিভার্সিটি অব আর্টস এবং এই ইনস্টিটিউটের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

 

ফেং লি ইউয়ান শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনার প্রশংসা করে বলেন, ‘সংগীতের কোনো সীমানা নেই। চীন ও থাইল্যান্ডের ভাষা এক নয়; তবে সংগীতের মাধ্যমে আমরা আমাদের একে অপরের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারি।’

 

তিনি আরও বেশি থাইল্যান্ডের তরুণ-তরুণীকে চীনা বাদ্যযন্ত্র শিখতে উত্সাহ দেন। দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 (ছাই/এনাম)