ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সি চিন পিং
2022-11-19 20:20:10

নভেম্বর ১৯: আজ (শনিবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সপ্তদশ জি-২০ শীর্ষ সম্মেলন ও এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলন এবং থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন।

চীনের প্রেসিডেন্টের স্ত্রী ফেং লি ইউয়ান, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য দিং শুয়ে শিয়াং, রাষ্ট্রীয় কাউন্সিলর ওয়াং ই, সিপিসির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উপ-সভাপতি হ্য লি ফেং এবং প্রেসিডেন্ট সির অন্য সফরসঙ্গীরাও একই বিমানে দেশে ফিরে এসেছেন।

ব্যাংকক ত্যাগ করার সময় থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ এবং তাঁর স্ত্রী, সেদেশের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রেসিডেন্ট সিকে বিদায় জানান। থাই জনগণ এবং প্রবাসী চীনারাও বিমানবন্দরে দু’দেশের জাতীয় পতাকা হাতে তাঁকে বিদায় জানান।

(ইয়াং/এনাম/ছাই)