চীন-দক্ষিণ এশিয়া মেলাকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
2022-11-19 18:50:12

নভেম্বর ১৯: আজ (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চি পিং ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া মেলায় এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

বার্তায় সি চিন পিং বলেন, চীন এবং দক্ষিণ এশীয় দেশগুলো একে অপরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, উন্নয়ন অংশীদার, এবং সুখ-দুঃখের ভাগি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি। সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষ বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতাকে গভীরতর করেছে, এবং আর্থ-বাণিজ্যিক বিনিময় জোরদারের প্রবণতা বজায় রেখেছে। ফলে সব দেশের জনগণ উপকৃত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, চীন এতদঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে চীন-দক্ষিণ এশিয়া মেলার মাধ্যমে সংহতি ও সহযোগিতা জোরদার করতে, এবং অভিন্ন উন্নয়নের ঐকমত্য গড়ে তুলতে চায়। সেসঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে নতুন সহযোগিতার সুযোগ তৈরি, “এক অঞ্চল, এক পথ” উচ্চমানের উন্নয়ন, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন এবং আরও সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে ইচ্ছুক বেইজিং।

আজ ষষ্ঠ চীন- দক্ষিণ এশিয়া মেলা চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে উদ্বোধন হয়। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে "নতুন সুযোগ উপভোগ করা, একসঙ্গে নতুন উন্নয়ন সাধন করা"।

এবারের মেলা চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইউনান প্রদেশের পৌর সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

 

(ইয়াং/এনাম/ছাই)