সি-কমলা সংক্ষিপ্ত বাতচিত
2022-11-19 15:10:19

নভেম্বর ১৯: আজ (শনিবার) থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এপেকের অনানুষ্ঠানিক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন অনুষ্ঠিত হয়েছে।

সি চিন পিং বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন’র সঙ্গে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে কৌশলগত ও গঠনমূলক বৈঠক করেছি। বৈঠকটি দু’দেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ। আমি আশা করি, দু’দেশ তাদের পারস্পরিক সমঝোতা আরেক ধাপ বাড়াবে, মতভেদ কমাবে এবং যৌথভাবে দু’দেশের সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমি আশা করি, ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট তাতে ইতিবাচক ভূমিকা পালন করবেন।’

জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, দু’দেশের নেতারা সফল বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না। দু’দেশকেই বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা চালাতে এবং যোগাযোগ বজায় রাখতে হবে। (ছাই/এনাম)