এপেক সম্মেলনে ভাষণ দিয়েছেন সি চিন পিং
2022-11-19 15:06:40

নভেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শনিবার) সকালে ব্যাংককে এপেক’র ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

সম্মেলনে টেকসই বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। তাতে সি চিন পিং বলেন, অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ হল এপেক’র নীতি ও উদ্দেশ্য এবং পুত্রজায়া দর্শনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

তিনি বলেন, সত্যিকারের বহুপক্ষবাদ বজায় রাখতে এবং বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থাকে সুরক্ষা দিতে হবে। নীতি-ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা, বিশ্বের শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে যথাশীঘ্রই সম্পূর্ণ ও উচ্চ মানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবাধ বাণিজ্য অঞ্চল গড়ে তোলা যায়।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তি এবং পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণ বাস্তবায়ন করতে হবে। সংলাপ, যৌথ অংশগ্রহণ এ অভিন্ন কল্যাণের আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামো গড়ে তুলতে হবে। চীন গ্রামীণ পুনরুজ্জীবন, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ও বিনিয়োগের প্রস্তাব করে, যাতে উন্নয়ন ও উদ্ভাবনের ফল আরও বেশি মানুষ উপভোগ করতে পারে।

চীনের উচ্চ মানের উন্মুক্তকরণের সংকল্প পরিবর্তন হবে না। চীন ইতিবাচকভাবে বৈশিষ্ট্যময় পণ্য ও সেবার আমদানি বাড়াবে, যাতে বিশ্বের জন্য আরও বেশি বাজার ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করা যায়।

উল্লেখ্য, সম্মেলনে ‘এপেক ঘোষণা’ এবং ‘সবুজ অর্থনীতির ব্যাংকক লক্ষ্যমাত্রা’ গৃহীত ও প্রকাশিত হয়েছে। (ছাই/এনাম/স্বর্ণা)