ব্যাংককে চীনের প্রেসিডেন্টের সঙ্গে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
2022-11-19 16:36:59

নভেম্বর ১৯: গতকাল (শুক্রবার) বিকেলে ব্যাংককে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন এবং পাপুয়া নিউ গিনি ভাল বন্ধু, ভাল অংশীদার এবং ভাল ভাই। দু’দেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য সহযোগিতামূলক ও কল্যাণকর সম্পর্কের মডেল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর মধ্যে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে চীন।

সি চিন পিং বলেন, কৃষি, বনজ ও মৎস্য, অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, দুর্যোগ প্রতিরোধ, সবুজ উন্নয়ন ইত্যাদি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য পাপুয়া নিউ গিনির সঙ্গে উচ্চমানের "এক অঞ্চল, এক পথ" সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক চীন।

তিনি আরও বলেন, চীন পারস্পরিক সমতা, শ্রদ্ধা, সহযোগিতা ও উন্মুক্ততার ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। এ সম্পর্ক কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে কিম্বা ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মারাপে বলেন, প্রেসিডেন্ট সি চিনি পিংয়ের নেতৃত্বে চীন দুর্দান্ত বিকাশ লাভ করেছে। কোটি কোটি চীনা জনগণ দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্তি পেয়েছে। পাপুয়া নিউ গিনি দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ এবং চীনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন করবে।

তিনি বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অন্যান্য ক্ষেত্রের সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক তাঁর দেশ।

 (ইয়াং/এনাম/ছাই)