এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করবে চীন: সি চিন পিং
2022-11-18 15:57:12

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তাঁর দেশ গোটা বিশ্ব, বিশেষ করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে, উন্নয়নের সুযোগ ভাগাভাগি করবে। তিনি আজ (শুক্রবার) ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক)-এর নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সহাবস্থান করতে এবং অভিন্ন উন্নয়ন অর্জন করতে ইচ্ছুক চীন। ভবিষ্যতে চীন নিজেকে আরও উন্মুক্ত করবে, নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের পথে এগিয়ে যাবে, এবং আরও উচ্চস্তরের উন্মুক্ত অর্থনৈতিক নতুন ব্যবস্থা প্রতিষ্ঠায় নিজের ইতিবাচক ভূমিকা রাখবে। (জিনিয়া/আলিম/আকাশ)