সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন এগিয়ে নিতে হবে : সি চিন পিং
2022-11-18 16:52:44


নভেম্বর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সবুজ ও নিম্নকার্বন উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং একটি পরিষ্কার ও সুন্দর এশিয়া ও প্রশান্ত সহাসগরীয় অঞ্চল গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আজ (শুক্রবার) ব্যাংককে এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে এ কথা বলেন। 


সি চিন পিং বলেন, আমাদের উচিত আর্থিক প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করা; ডিজিটালাইজেশান ও সবুজায়ন সমন্বিতভাবে এগিয়ে নেওয়া; জ্বালানিসম্পদ, শিল্পের কাঠামো, ও ভোগের কাঠামো উন্নত করা; এবং অর্থনীতি ও সমাজের সবুজ উন্নয়ন এগিয়ে নেওয়া। 


তিনি আরও বলেন, চলতি বছর আমরা একসঙ্গে ‘জৈবিক চক্র সবুজ উন্নয়নবিষয়ক ব্যাংকক লক্ষ্যমাত্রা’ স্থির করেছি। এর লক্ষ্য, পরিবেশ সুরক্ষাকাজ ও অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিতভাবে সামনে এগিয়ে নেওয়া। এ লক্ষ্য পূরণের জন্য চীন পূর্ণাঙ্গ সহযোগিতা দেবে। তিনি ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণও জানান। (আকাশ/আলিম/ফেইফেই)