স্থিতিশীল ও শান্তিপূর্ণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে হবে: সি চিন পিং
2022-11-18 16:40:04

নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করে, স্থিতিশীল ও শান্তিপূর্ণ এশিয়া ও প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে হবে। আজ (শুক্রবার) তিনি ব্যাংককে এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে এ কথা বলেন।

সি চিন পিং বলেন, এতো বছর ধরে এতদঞ্চলের অর্থনীতি দ্রুত উন্নয়নের পথে চলতে পেরেছে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশের কারণে। সকলের উচিত অভিন্ন, বহুমুখী, সহযোগিতামূলক, ও টেকসই নিরাপত্তাবোধে উদ্বুদ্ধ হয়ে, সব দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করা, বিভিন্ন দেশের জনগণের নিজস্ব বাছাইকৃত উন্নয়নের পথ ও সামাজিক ব্যবস্থাকে সম্মান করা, এবং সংলাপের মাধ্যমে বিদ্যমান মতবিরোধ মেটাতে সচেষ্ট হওয়া। (শুয়েই/আলিম/আকাশ)