ব্যাংককে ব্রুনাইয়ের সুলতানের সাথে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-18 19:53:21


নভেম্বর ১৮: আজ (শুক্রবার) বিকালে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলখিয়ার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।


বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও ব্রুনাই পরস্পরের নির্ভরযোগ্য বন্ধু ও উন্নয়নের অংশীদার। বড় ও ছোট দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক কল্যাণে সহযোগিতার ক্ষেত্রে চীন ও ব্রুনাই দৃষ্টান্ত স্থাপন করেছে। দু’দেশের উচিত দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করা।


তিনি বলেন, দু’পক্ষের উচিত যোগাযোগ ও আদানপ্রদান বাড়ানো এবং অবকাঠামো, কৃষি, জ্বালানিসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করার চেষ্টা করা। 

 

সি চিন পিং বলেন, দু’দেশের উচিত সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতি খাতে সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মানুষে মানুষে যোগাযোগে ও সাংস্কৃতিক আদানপ্রদান উন্নত করা। 


সি চিন পিং আরও বলেন, চীন ব্রুনাইসহ আসিয়ানভুক্ত দেশসমূহের সাথে একযোগে কাজ করতে এবং ‘দক্ষিণ চীন সাগর আচরণবিধি’ আলোচনা এগিয়ে নিতে ইচ্ছুক। (আকাশ/আলিম/ফেইফেই)