চীন বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ও উন্নয়নের পক্ষের শক্তি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-11-18 17:13:32

নভেম্বর ১৮: চীন বরাবরই বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক শৃঙ্খলা ও উন্নয়নের পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মাও নিং বলেন, চীনা জনগণ সবচেয়ে বেশি যা চায় তা হলো শান্তি ও স্থিতিশীলতা। তাই চীনা জনগণের মৌলিক স্বার্থভিত্তিক শান্তিপূর্ণ উন্নয়নের পথ গ্রহণ ছিল চীনের সরকারের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, চীন দৃঢ়ভাবে নিজের ও বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাবে। (জিনিয়া/আলিম/আকাশ)