উন্মুক্ত ও সহনশীল মনোভাবে যৌথ ধনীর এশিয়া ও প্যাসিফিক অঞ্চল নির্মাণ করতে হবে: সি চিন পিং
2022-11-18 16:41:01

নভেম্বর ১৮: আজ(শুক্রবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এপেকের নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে বলেন, উন্মুক্ত ও সহনশীল মনোভাবে যৌথ ধনীর এশিয়া ও প্যাসিফিক অঞ্চল নির্মাণ করতে হবে।

তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় জোরদার করে স্থিতিশীল শিল্প চেইন ও সরবরাহ চেইন স্থাপন করতে হবে। বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের অবাধকরণ ও সুবিধাকরণ জোরদার করতে হবে, চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে উচ্চ মানে ‘আঞ্চলিক সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের চুক্তি’ বাস্তবায়ণ করতে, অব্যাহতভাবে ‘সার্বিক আন্তঃপ্যাসিফিক অংশীদারিত্বের সম্পর্কের চুক্তি’ ও ডিজিটাল অর্থনীতির অংশীদারিত্বের সম্পর্কের চুক্তি ত্বরান্বিত করতে, আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক।

আগামী বছর চীন তৃতীয় ‘এক অঞ্চল, এক পথ’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম আয়োজন করবে, যাতে এশিয়া ও প্যাসিফিক এবং বিশ্বের উন্নয়নে নতুন চালিকা শক্তি যোগানো যায়।

(শুয়েই/আলিম/আকাশ)