কেন বাংলাদেশে করাবেন কিডনি চিকিৎসা ?
2022-11-18 18:45:40

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা অবকাঠামো ও চিকিৎসা ব্যয় নিয়ে আলোচনা।

কিডনি ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ কোন না কোনভাবে কিডনি রোগে ভুগছে। আর আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর। এ ধরনের রোগীর জন্য মাত্র দুরকম চিকিৎসা পদ্ধতি রয়েছে -- ডায়ালাইসিস অর্থাৎ যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে কিডনির কাজ করানো অথবা কিডনি প্রতিস্থাপন। বাংলাদেশে দুই ধরনের চিকিৎসাই হচ্ছে তুলনামূলক কম খরচে। তবে এখনও বেশিরভাগ মানুষের পছন্দ বিদেশে কিডনি রোগের চিকিৎসা, যা খুবই ব্যয়বহুল। ব্যয় বেশি হওয়া সত্ত্বেও কেন মানুষ এতো বিদেশের প্রতি ঝুঁকছে; বাংলাদেশে আসলে খরচ কেমন এসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার শেখ মইনুল খোকন। তিনি কাজ করছেন ঢাকায় কিডনি ফাউন্ডেশনে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।