২৫ থেকে ৩০ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘চুংকুয়ানছুন ফোরাম, ২০২২’
2022-11-18 16:44:57

নভেম্বর ১৮: আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে ‘চুংকুয়ানছুন ফোরাম, ২০২২’। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘উন্মুক্ততা ও সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে ভবিষ্যতের কল্যাণ ভাগাভাগি করা’। ফোরামের আওতায় ১২৬টি অনুষ্ঠান আয়োজিত হবে।

ফোরামের আওতায় ৬০টি শাখা-ফোরামও আয়োজিত হবে, যা গত বছরের ২.৪ গুণ। প্রকল্পের উদ্ভাবন, চিপ, জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, শিল্পপতি ও পুঁজি বিনিয়োগকারীরা ফোরামে মত বিনিময় করবেন। বিশ্বের ৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।

‘চুংকুয়ানছুন ফোরাম’ ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে এ ফোরাম বিশ্বের বৈজ্ঞানিক উদ্ভাবন বিনিময় ও সহযোগিতার  রাষ্ট্রীয় পর্যায়ের মঞ্চে পরিণত হয়েছে।  (শুয়েই/আলিম/আকাশ)