থাইল্যান্ডের জাতীয় শিল্প যাদুঘর পরিদর্শন করলেন মাদাম ফেং লি ইউয়ান
2022-11-18 19:50:53

নভেম্বর ১৮:  আজ (শুক্রবার) সকালে, চীনের ফার্স্টলেডি মাদাম ফেং লি ইউয়ান এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের স্ত্রীদের সাথে একযোগে ব্যাংককে অবস্থিত থাইল্যান্ডের আয়ুত্থায়া জাতীয় শিল্প যাদুঘর পরিদর্শন করেন। যাদুঘরের প্রবেশপথে মাদাম ফেং লি ইউয়ানকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রীর স্ত্রী।

যাদুঘর পরিদর্শনকালে মাদাম ফেং লি ইউয়ান থাই হস্তশিল্পের প্রশংসা করেন। তিনি বলেন, চীন ও থাইল্যান্ডের জনগণের মূল্যবোধের মধ্যে অনেক মিল আছে।

এ সময় তিনি এপেক নেতৃবৃন্দের স্ত্রীদের সঙ্গে কথা বলেন ও ভাববিনিময় করেন। (আকাশ/আলিম/ফেইফেই)