এক ছাতায় তিন প্রজন্ম
2022-11-18 17:18:35

চীনের পূর্বাঞ্চলের চ্য চিয়াং প্রদেশের ই উ শহরকে বিশ্বের ‘ছোট পণ্যের শহর’ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানকার ২১ লক্ষাধিক পণ্য বিশ্বের ২৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে রফতানি হয়।

শহরের চাং জি ইং নামের একজন নারী ২৬ বছর ধরে ছাতার ব্যবসা করছেন। তাঁর পরিবারের তিন প্রজন্মই ছাতার ব্যবসার সাথে জড়িত। চীনে অসংখ্য মানুষ ছাতার মতো ছোট পণ্যের ব্যবসা করে ধনী হয়েছেন।